প্রকাশিত: Fri, Jan 5, 2024 11:50 PM
আপডেট: Wed, Jul 2, 2025 2:09 AM

[১]ভারতের উত্তরপ্রদেশে এনকাউন্টারে সন্দেহভাজন গ্যাংস্টার নিহত

ইমরুল শাহেদ: [২] আদিত্য যোগীনাথের রাজ্য উত্তরপ্রদেশে গ্যাংস্টার খ্যাত বিনোদ কুমার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের এনকাউন্টারে নিহত হয়েছে।

[৩] আনন্দবাজার জানায়, বৃহস্পতিবার পুলিশের কাছে খবর আসে সুলতানপুরে লুকিয়ে আছে বিনোদ ও তার দলবল। খবর পাওয়া মাত্রই এসটিএফ টিম পৌঁছে যায় সেখানে। 

[৪] পুলিশ সূত্রে খবর, বিনোদ যখন বুঝতে পারে পালানোর পথ নেই তখন পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পুলিশও জবাব দেয়। পুলিশ জানিয়েছে, এই গুলির লড়াইয়েই বিনোদের মৃত্যু হয়েছে। সম্পাদনা: ইকবাল খান